প্রেম ও বিদ্রোহ – জসীম উদ্দীন দেওয়ান

এতো বিদ্রোহের রন্দ্রে রন্দ্রে,
কেমনে জড়িয়েছো প্রেমো ছন্দে?
কেমনে বাজিয়েছো বাঁকা বাঁশের বাশি?
জাহান্নামের আগুনে বসিয়া, হেসেছো পুস্পের হাসি।
শত্রুর সাথে গলাগলি করি, পাঞ্জা ধরো মৃত্যর সাথে।
এতো বিদ্রোহ ঘেরা জীবনটাতে, নার্গিস তব প্রেমে মাতে।
তুমি মহাভয়, তুমি সাইক্লোন, তুমি ধ্বংস।

তবু তোমার জীবন জুড়ে, প্রেমের নানা অংশ।
তুমি সুন্দরেতে চেয়ে থাকো, অপরাধ মানোনা তাতে।
অভিশাপ পৃথ্বীবির তুমি, রন তূর্য তোমার হাতে।
তুমি উল্কা,তুমি শনি, তুমি ফের বিষধর কাল ফনি।
এতো বিদ্রোহে জড়িয়ে পড়েও, প্রেমে করো কেমনে গুনগুনানি!

Leave a Reply