বেরসিক – জসীম উদ্দীন দেওয়ান

কবিতা লিখা হয়না কতোকাল,
ভাবের রাজ্য বহু দূর সরে, ছন্দের ভেঙ্গেছে বুঝি ডাল।
মনের গহিনে, কাব্য নেই জেনে।
অসহায় খাতা পরে রয়।
কবিতা আমারে বেরসিক ভেবে,
স্রষ্টা নাহি তার কয়।
জোনাক রাত মোর, তিমির রজনী হলে।
কবিতা তাই দুরে ফেলে গেলে,
ভবের গহিনে, কে নিবে চিনে?
না থাকা আমি কবিতার লাইনে।
সুখের পথে মোর, অমানুষের থাবা।
সুন্দর পৃথিবীতে যায় কি তা ভাবা?
অবাক তবু, হয়ে যায় কভু।
পাষান্ড অমানুষেরা পষুত্বের প্রভু।
জ্বলন্ত সত্য, আছে পুরো তথ্য।
মিথ্যা সাজাতে পরকাল বেঁচে যত্ত।
সব কিছু ভার করে, আমার মনের গহিন ঘরে।
কবিতা হয়না লেখা, ধিক্কারে বারে বারে।

Leave a Reply