মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় ১৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৭ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩ জনে। শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঁচজন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ও টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন।

শুক্রবার (৯ আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১১৬ জন। শনিবার সেই সংখ্যা বেড়ে ১৩৩ জন হয়।

জেলার সরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৫২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬২ জন। ১৯ জন ডেঙ্গু রোগীকে রেফার্ড করা হয়েছে।

শেখ ফজলে রাব্বি জানান, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ২১ জন, সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন ডেঙ্গু আক্রান্ত ও লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন।

তিনি আরও জানান, ঈদ উপলক্ষে জ্বর নিয়ে অনেকে জেলায় ফিরছেন। বেশিরভাগ রোগী অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে এ জেলায় চিকিৎসা নিচ্ছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply