অভিশাপ্ত জীবন – মো: মনির হোসেন

বসন্ত এলেই ভরে উঠে গাছের ডালগুলো সবুজ পাতায়
আবার ঝরেও পড়ে কোন এক সময়ে
হয়তো আমি ঝরে যাবো কোন একদিন
শুকনো পাতার মতো অভিশাপ্ত জীবন থেকে মুক্তি নিয়ে
তোমাদের মায়া ছেড়ে দুরে, বহহু দুরে
স্বৃতির সমাধি হবো পৃথিবীর বুকে।
আসবে কি গো ফুল দিতে আমার সমাধীতে
যদিবা আসো, তবে তবে ছুয়ে দিবে কি
আমার পরীত্যাক্ত দেহ আবৃত্ত সমাধীটাকে
ভিজবে কি ‘দু’ টি চোখে অশ্র“জলে
নাকি পালিয়ে যাবে সেদিনের মতো
যেমনি গিয়েছিলে কিছুকাল আগে।
জানি, তুমি আসবেনা
বন্দি খাচার পাখির তো আর ছাড়া মিলে না।
উড়ে যাবে সেই ভয়ে লোহার শিকল পায়ে
পড়ে ছিলে যা আপন হাতে
সুখময় জীবন সাজাতে।

Leave a Reply