ঘূর্ণিঝড় বুলবুল – জসীম উদ্দীন দেওয়ান

ঘূর্ণিঝড় বুলবুল, দোহায় করো একটু ভুল।
তোমার সে ভুলেতে, বাঁচবে বাংলার উপকূল।
সতেজতা কমিয়ে এবার, ধপাস করে মাটিতে পর।
তোর সেই নিস্তেজতায়, রক্ষা পাবে হাজারো ঘর।
রক্ষা পাবে গবাদিপশু, ফসলে থাকা লাখো মাঠ।
রক্ষা পাবে গাছগাছালি, পাখ পাখালির আবাস হাট।

Leave a Reply