টঙ্গীবাড়িতে বেকারীতে রং মিশিয়ে খাবার তৈরি দোকান মালিকের জরিমানা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ভেজাল রং-কেমিক্যাল মিশিয়ে খাবার তৈরির দায়ে কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১টায় উপজেলার বালিগাও বাজারে আল্লাহ ভরসা বেকারীতে অভিযান পরিচালনা চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ জরিমানা করেন। এ সময় তিনি ভেজাল রং-কেমিক্যাল মিশিয়ে খাবার তৈরি, অস্বাস্থ্যকর পরিবেশে ও পণ্যমূল্য তালিকা না থাকায় দোকানে মালিক শ্যালমকে ১৫হাজার টাকা অর্থদন্ড করেন তিনি।

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা ক্যাবের সাধারন সম্পাদক আবু বাক্কার মাঝি, স্যানেটারী ইন্সপেক্টর মো: আনোয়ারুল ইসলাম, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অফিস সহকারী শ্যামল কুমার দাস, ক্যাব সদস্য হাবিব ও টঙ্গীবাড়ি থানা পুলিশ।

জনকন্ঠ

Leave a Reply