মুন্সীগঞ্জে এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাবে না কোনো যান

মুন্সীগঞ্জের এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে কোনো যানবাহন যেতে পারবে না বলে গণবিঞ্জপ্তি জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার।

বিঞ্জপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তৃতি ও সংক্রমণ ঠেকাতে জেলায় জনসাধারণের প্রস্থান ও প্রবেশ নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শুক্রবার থেকে জেলার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে কোনো যানবাহন প্রবেশ ও প্রস্থান করতে পারবে না।

এই বিজ্ঞপ্তি বাস্তবায়নের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও গ্রাম পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সাপ্তাহিক সব হাট, পশুর হাট, আবাসিক হোটেল, শপিং মল, রেস্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, পার্ক, মেলা, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, সিনেমা হল ও গণজামায়েত বন্ধ রাখতে বলা হয়েছে।

জরুরি পরিসেবা যেমন চিকিৎসা, ওষুধ, খাদ্য সরবরাহ, নিত্যপণ্য, কৃষিপণ্য সরবরাহ ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাই এই বিঞ্জপ্তির বাইরে থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, “এই আদেশ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”

এই বিঞ্জপ্তি প্রকাশের আগে থেকেই মুন্সীগঞ্জের বিভিন্ন পাড়ায়-মহল্লায় লোকজন নিজেদের উদ্যোগে বহিরাগতদের যাতায়াতের পথ বাঁশ দিয়ে বন্ধ করে চেকপোস্ট বসিয়েছে।

বিডিনিউজ

Leave a Reply