নদীতীরে মিললো ২৮ মণ জাটকা

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিমে ধলেশ্বরী নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮ মণ (১১২০ কেজি) জাটকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি ও জেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে এসব জাটকা জব্দ করা হয়।

জব্দকৃত জাটকার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা বলে জানিয়েছে নৌ-পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির এসআই কাওসার জাগো নিউজকে জানান, কিছু অসাধু ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে নদী তীরে জাটকা মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৪টি বাক্সভর্তি জাটকা জব্দ করা হয়। প্রতিটি বাক্সে ২৫ কেজির অধিক পরিমাণ জাটকা ছিলো। তবে অভিযানের সময় ঘটনাস্থলে জড়িত কেউ উপস্থিত ছিলো না, তাই কাউকে গ্রেফতার করা যায়নি। দুপুর ১টার দিকে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।

এ সময় নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদ ও জেলা মৎস্য কর্মকর্তা মো. করিম উপস্থিত ছিলেন।

আরাফাত রায়হান সাকিব/জাগো নিউজ

Leave a Reply