মুন্সিগঞ্জে তেলের দাম বেশি রাখায় দুই দোকানিকে জরিমানা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সয়াবিন তেলের বোতলে উল্লেখিত দামের চেয়ে বেশি রাখায় দুই দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার তালতলা বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

তিনি বলেন, তালতলা বাজারে ইরান স্টোর ও খলিল স্টোরে অভিযান কালে দেখা যায় যে, বোতলজাত তেলে অতিরিক্ত দাম রাখা হচ্ছে। তাই ইরান স্টোরকে ২০০০ টাকা ও খলিল স্টোরকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে ভোগ্যপণ্যের মূল্য তালিকা না টাঙানোয় রাধা গোবিন্দ রাইস হাউজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযানকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় করতে ও কম মুনাফা করতে নির্দেশনা দেওয়া হয়।

আরাফাত রায়হান সাকিব/জাগো নিউজ

Leave a Reply