সিরাজদিখানে ছাত্রলীগের অবস্থান, নিদিষ্ট স্থানে হয়নি বিএনপির বিক্ষোভ

নাছির উদ্দিন: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বি এন পির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির স্থানে ছাত্রলীগের অবস্থানের করার উপজেলার বি এন পির অস্থায়ী কাযালয়ে কর্মসূচি পালন করতে পারেনি উপজেলা বি এন পি। গতকাল শুক্রবার পূবের ঘোষিত বিদুৎ লোডশেডিং, জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনিয় দ্রব্যমূলে্যর উদ্ধগতির প্রতিবাদে সিরাজদিখান বাজার বি এন পির পাটি অফিস হতে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিলো।

পরে উপজেলার মালখানগর ইউনিয়নে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মেদ রানা নেতৃত্বে মালখানগর কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপি সাবেক সমাজকল্যাণ সম্পাদক দেলোয়ার মোল্লা,বিএনপি নেতা ফারুক মিয়া,মতিন সৈয়াল,জেলা যুবদল নেতা কবির হোসেন, এ আর মানিক, মেঃ হাসান আহমেন,নাসির আহমেদ,সোহেল আহমেদ, মেহেদী হাসান হীরা, জামাল হোসেন,মাহমুদ হাসান ফাহাদ, জেলা জাসাস যুগ্ম আহ্বায়ক জাবেদ আকরাম, আরিফ মন্ডল,দিলবার হোসেন,কোরবান আলী শ্রমিক দল সভাপতি নজরুল ইসলাম, সাধরন সম্পাদক বাদশা মিয়া, মৎসজীবি দল সভাপতি হাজী মুসা, সাধারণ সম্পাদক গুলজার হোসেন, জেলা ছাত্র দল যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা, সদস্য সচিব রায়হান রহমান মৌসুম, জিতু হাওলাদার, মোঃ হিমেল,রবিন শেখ,আসিক কুমার,শাকিব লস্কর, ইফতি হোসেন, রাকিক মোল্লা সহ ৪০০শত নেতাকর্মী।এছাড়া উপজেলার শেখরনগর গোপালপুর উপজেলা বি এন পির আহবায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নেতৃত্বে তার বাড়ি হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এতে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য সচিব হায়দার আলী, সদস্য আলী আনসার মোল্লা, জসিমউদদীন খোকন, খালেক শিকদার, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, যুবদল নেতা অহিদুল ইসলাম, প্রিন্স নাদিম প্রমুখ। #

Leave a Reply