পদ্মাতে জেলেদের সঙ্গে নৌ-পুলিশের সংঘর্ষ, ২ পুলিশ আহত

মুন্সীগঞ্জে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জেলে ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নৌ-পুলিশের দুই সদস্য আহত হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৩১ লাখ মিটার জব্দ করা হয়েছে। কারেন্ট জাল গুলো আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) মধ্যরাত রাত ১টা থেকে বুধবার সকাল দশটা পর্যন্ত মুন্সীগঞ্জর লৌহজংয়ের শরীয়তপুর অংশে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মো. ইসরাফিল ও মিলন মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ ২০২২ উপলক্ষে মঙ্গলবার রাত একটা থেকে নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সফিকুল ইসলামের নেতৃত্বে মুন্সীগঞ্জের পদ্মা ও শরীয়তপুর কাচিকাটা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুন্সীগঞ্জের শেষ সীমানায় শরীয়তপুর কাচিকাটা অংশে জেলেরা ইলিশ শিকার করছে।

পুলিশকে দেখে তারা ইট ও চাক্কী নিক্ষেপ করে। পরে পুলিশও ৮৩ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় জেলেরা ছত্রভঙ্গ হয়ে পালানোর সময় তিনটি ট্রলার থেকে সাত জেলেকে আটক হয়। এবং ট্রলার গুলো থেকে ৩১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

নারায়নগঞ্জ অঞ্চলের নৌ-পুলিশ সুপার লীনা মাহমুদা বলেন, আটক জেলেরা সুরেশ্বর ফাঁড়ির হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

নিউজজি

Leave a Reply