দেশী বিদেশী চক্র যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দিচ্ছে : তথ্যমন্ত্রী

তথ্য সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন,দেশী-বিদেশী চক্র যুদ্ধাপরাধীদের বিচারের বাধা দান করছে। জাতিকে এব্যাপারেও সর্তক থাকতে হবে। তিনি বলেন,২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হিসাবে আত্মপ্রকাশ ঘটবে। সে লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষাকে সবোর্চ্চ গুরুত্ব দিয়ে তার বিকাশে এবং শিক্ষার পাশাপাশি প্রযুক্তি খাতকে উন্নয়নশীল করে ডিজিটাল এবং সমৃদ্ধশালী দেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

তিনি গত শনিবার বিকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার জেসি বোস ইনিস্টিটিউশন প্রাঙ্গনে স্যার জগদীশ চন্দ্র বসুর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে “বিজ্ঞান আচার্যের জীবন ও কর্মের উপর আলোচনাসভা ও ২৩টি স্কুলের লাইব্রেরীর জন্য এই বিজ্ঞানীর জীবন পুস্তিুকা বিতরণ” অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। এতে বিশেষ বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ। স্যার জেসি বোস ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার এম এ কাসেমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন। উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী,ফাউন্ডেশনের সদস্য খোরশেদ আলম,আব্দুর রশিদ শিকদার এবং প্রবন্ধ পাঠ করেন ইনিস্টিটিউশনের অধ্যক্ষ হিমাদ্রি শেখর পাল।

এর আগে মন্ত্রী উপমহাদেশের অন্যতম উচ্চ মঠ শ্রীনগরের শ্যামসিদ্ধির মঠ এবং মাইজপাড়া মঠ পরিদর্শন করেন।

[ad#co-1]

Leave a Reply