পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। সোমবার জনতার হামলায় আহত চার পুলিশ সদস্যকে দেখতে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদও হাসপাতালে গিয়ে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন।

হাসান মাহমুদ বলেন, “দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের ওপর অপরাধী ও দু®কৃতিকারীরা হামলা করেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় জনতা সোমবার সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্য নিহত এবং চার পুলিশসহ ৪২ জন আহত হন।

[ad#bottom]

Leave a Reply