আলু নিয়ে বিপাকে কৃষক হিমাগার মালিক

আলুর কাঙ্ক্ষিত দাম না পেয়ে গত মৌসুমে মুন্সিগঞ্জের গজারিয়ায় হিমাগার থেকে আলু তোলেননি অনেক চাষি। হিমাগার কর্তৃপক্ষ কম দরে সেই আলু বিক্রি করে দিতে বাধ্য হয়েছে। আর পচে যাওয়া আলু ফেলে দিয়েছে তারা। উপজেলার হাজী লাল মিয়া সপ্তমুখী খাদ্য প্রকল্প ও মেঘনা মাল্টিপারপাস হিমাগার লিমিটেডের ধারণক্ষমতা দুই লাখ বস্তা। মেঘনা মাল্টিপারপাস হিমাগার লিমিটেডের ব্যবস্থাপক মো. আনিছুর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘হিমাগারের ভাড়া প্রতি বস্তায় ২৮৫ টাকা থেকে কমিয়ে অর্ধেক করার ঘোষণা দিয়েও ৩০ হাজার বস্তা আলু চাষিরা নেননি। চলতি মৌসুমের আলু রাখার জন্য হিমাগার প্রস্তুত করতে হবে। তাই আলুর বস্তাগুলো হিমাগারের পাশের শেডে এনে রাখছি। কিছু আলু পচন ধরায় হিমাগারের সামনে রাস্তার পাশে ফেলে দিয়েছি।’

গজারিয়ার বাউশিয়া গ্রামের কৃষক সাহাবুদ্দিন মিয়া বলেন, ‘গত বছরের উৎপাদন খরচের অর্ধেকও ওঠেনি। হিমাগারে রাখা আলু ভাড়া দিয়ে আনলেও কেনার লোক নেই। তাই অনেকে আলু হিমাগার থেকে তোলেননি।’

জানা গেছে, গত বছর প্রতি বস্তা আলুর (৮০ কেজি) উৎপাদন খরচসহ হিমাগার ভাড়া পড়েছে প্রায় এক হাজার টাকা। শুরুর দিকে প্রতি বস্তা আলু ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি হয়েছে। মৌসুমের শেষ দিকে চাষিরা প্রতি বস্তার দাম পেয়েছেন ২৫০-৩০০ টাকা। এখন প্রতি বস্তা আলু ২০০ টাকায়ও বিক্রি করা যাচ্ছে না। স্থানীয় দুটি হিমাগার কর্তৃপক্ষ চাষিদের রক্ষিত প্রায় ৩৫ হাজার বস্তা আলু কম দামে বিক্রি করেছে এবং পচন ধরা আলু হিমাগারের পাশের রাস্তায় ফেলে দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সামছুল আলম জানান, চলতি বছর উপজেলার তিন হাজার ৫০০ হেক্টরে আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল। দরপতনের কারণে দুই হাজার ১০০ হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে।

প্রথম আলো

Leave a Reply