শ্রীনগরে ধর্ষকের গ্রেফতার দাবিতে মিছিলে হামলা

শ্রীনগরে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে সন্ত্রাসী হামলায় টেঁটাবিদ্ধ হয়ে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ শতাধিক গ্রামবাসী মিছিল সহকারে শ্রীনগর থানায় এসে অবস্থান নেয়। পরে এলাকাবাসীর পক্ষে স্থানীয় মেম্বার বাদী হয়ে সন্ত্রাসী হামলা ঘটনায় একটি অভিযোগ দায়ের করে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ পাইকসা গ্রামে বখাটে কর্তৃক ৩য় শ্রেণীতে পড়–য়া এক শিশু (৯) ধর্ষিত হওয়ার ঘটনায় গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ পাইকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীতে পড়–য়া এক শিশু (৯) বাড়িতে আসার পথে, একই গ্রামের মজিবর রহমানের বখাটে ছেলে আজিজুল (২৪) শিশুটিকে একা পেয়ে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির খালু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে শ্রীনগর থানায় একটি মামলা করে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় এলাকার শত শত নারী-পুরুষ ধর্ষককে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ধর্ষকের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী মিছিলটির ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে টেঁটাবিদ্ধসহ কমপক্ষে ১০ গ্রামবাসী আহত হন। এ ঘটনার পর রাত ৯টার দিকে ওই গ্রামের নারী-পুরুষসহ শতাধিক গ্রামবাসী মিছিলসহকারে শ্রীনগর থানায় সামনে অবস্থান নেয়।

পরে এলাকাবাসীর পক্ষে স্থানীয় মেম্বার পরশ শেখ বাদী হয়ে সন্ত্রাসী হামলা ঘটনায় একটি অভিযোগ দায়ের করে। সন্ত্রাসী হামলায় আহতদের মধ্যে অপু শেখ, রোমান শেখ, হাসান, লিয়ন মাঝী, মহসিন, রাসেলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি এসএম আলমগীর হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে, আসামিকে ধরার জন্য চেষ্টা চলছে। গ্রামবাসীর ওপর হামলার অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

যুগান্তর

Leave a Reply