শ্রীনগরে সংঘর্ষ: সংসদে বক্তব্য নাকচ

শ্রীনগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্রিক সোমবারের সংঘর্ষ নিয়ে পয়েন্ট অব অর্ডারে স্বতন্ত্র এক সাংসদের দেওয়া বক্তব্য নাকচ হয়েছে সংসদে। সাংসদ ফজলুল আজিম মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বলেন, “বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর করার ঘটনা নিয়ে সেখানে সহিংস ঘটনা ঘটেছে। প্রাণহানির ঘটনা ঘটেছে। মানুষ ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। ঘটনাটি উদ্বেগজনক।”

“এ নিয়ে আলোচনা করে সরকারকে সহায়তা করতে চাই,” বলেন তিনি।

ডেপুটি স্পিকার শওকত আলী তার বক্তব্য নাকচ (রুল আউট) করেন।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত ছিলেন।

আড়িয়াল বিলে বিমানবন্দরের বিরোধিতা করে সোমবার স্থানীয়দের ঢাকা-মাওয়া সড়ক অবরোধের সময় সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়। আহত হয় অর্ধশত।

ফজলুল আজিমের মাইক বন্ধ করে দেওয়া হলে মাইক ছাড়াই তিনি বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করার দাবি জানান।

ডেপুটি স্পিকার তার মাইক বন্ধ করে বলেন, “এটি পয়েন্ট অব অর্ডার হয়নি। তাই আমি এটা রুল আউট করে দিলাম।”

এ সময় সরকারি দলের কয়েকজন সদস্য ফজলুল আজিমের বক্তব্যের প্রতিবাদ করার চেষ্টা করেন।

পরে চিফ হুইপ আবদুস শহীদ ফজলুল আজিমের বক্তব্যকে বিধিসম্মত নয় উল্লেখ করে তা এক্সপাঞ্জের দাবি জানান।

ডেপুটি স্পিকার এ সময় বলেন, “ইতিমধ্যে ফজলুল আজিমের এ সংক্রান্ত বক্তব্য এক্সপাঞ্জ করা হয়েছে।”

পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, “বঙ্গবন্ধু বিমানবন্দর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।”

“বিরোধী দল এ নিয়ে হট্টগোল করার চেষ্টা করেছে। একজন পুলিশকে হত্যা করা হয়েছে।”

যোগাযোগমন্ত্রী বলেন, “তারা সংসদে না এসে ধ্বংসের রাজনীতি করছেন। তারা দেশের উন্নয়ন চায় না। তারা সংসদে আসেন না। গণতন্ত্র মানেন না। তাদের গণতন্ত্র মানতে হবে, সংসদে আসতে হবে।”

[ad#bottom]

Leave a Reply