জীবনের হিসাব – রাহমান মনি

জীবনের হিসেবে কষে
জন্মদিনে ভাবছি বসে।
কি যে পেলাম আর,
কি-ই বা দিলাম।
খুলে দেখি হিসেব খাতা,
শুন্য সেথায় প্রতি পাতা।
জীবন কি আর এম্নি চলে?
অর্ধেকটা তার গেলো বলে।
আর নয় কোন ফাঁকি,
অর্ধেকটা এখনো বাকী।
ফুরসত নেই ফেলতে দম,
করবো কঠোর পরিশ্রম।
থাকবেনা আর শুন্য পাতা,
পূর্ণ হবে হিসেব খাতা।
ধুঁকছি আমি কুরে কুরে,
হিসেবটাতো অনেক দূরে।।

Leave a Reply