বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

বিদ্যুতের দাবিতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার তিনটি স্থানে বিক্ষুব্ধ জনতা অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দি, ভাটেরচর ও আনারপুরায় মহাসড়ক অবরোধ করা হয় বলে জানায় উপজেলা প্রশাসন ও পুলিশ। গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সকাল ১১টায় বালুয়াকান্দিতে কয়েকশ’ জনতা প্রথমে মহাসড়ক অবরোধ করে। তাদের অনেক কষ্টে ও বুঝিয়ে শান্ত করা হয়। তখন সেখান থেকে অবরোধ তুলে নেওয়া হয়।

কিন্তু তার কিছুক্ষণ পরেই সাত কিলোমিটার দূরে ভাটেরচরে স্থানীয় জনতা অবরোধ করে মহাসড়ক আবার বন্ধ করে দেয়। আলোচনার পর এখানেও অবরোধ উঠিয়ে নেয়া হয়।

তারপর দেড় কিলোমিটার দূরে আনারপুরায় আবার অবরোধ করে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করে জনতা। পরে আলোচনার মাধ্যমে সেখান থেকেও অবরোধ তুলে নেওয়া হয়।

গজারিয়া থানার ওসি আরজু মিয়া জানান, বেলা ১২টার পর থেকে পুনরায় যান চলাচল করছে। এসময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হওয়ায় জনগণকে গরমে কষ্ট করতে হয়েছে।

তিনি জানান, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Leave a Reply