টেংগারচর আদর্শ ইউনিয়ন বানাবো

শাখাওয়াত সরকার, গজারিয়া থেকে : গজারিয়া উপজেলার অবহেলিত টেংগারচর ইউনিয়নের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করে উপজেলার মধ্যে আদর্শ ইউনিয়নে পরিণত করার অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলমগীর। ২৫শে জুন নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। টেংগারচর প্রতি গ্রাম মহল্লায় ভোটারদের সঙ্গে দেখা করে কুশল বিনিময় করছেন ও দোয়া চাইছেন। তিনি এলাকার ছোট-বড় সকলের প্রিয়মুখ। এলাকার মানুষের সুখে-দুঃখে এগিয়ে আসেন সব সময়। টেংগারচর ইউনিয়নের জনগণের পাশে থেকে মসজিদ, মাদ্রাসা, স্কুল ও সামাজিক সংগঠনের উন্নয়নে ব্যক্তি উদ্যোগে কাজ করেছেন। মো. আলমগীর নির্বাচনে এলাকার উন্নয়নে যে অঙ্গীকার করেছেন তা স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। ইউনিয়নবাসীরা বলেন, আলমগীর শিক্ষিত, ভদ্র, নম্র ও দানশীল ব্যক্তি, তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে সরকারি দান ছাড়াও নিজের থেকে অর্থ খরচ করে এলাকায় উন্নয়ন করবে। মো. আলমগীর বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে সমাজ থেকে অন্যায়-অত্যাচার, জুলুমবাজদের হাত থেকে টেংগারচর ইউনিয়নকে মুক্ত করে একটি আদর্শ ইউনিয়ন উপহার দেবো। পাশাপাশি এলাকার গ্রাম-মহল্লায় রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদের ব্যাপক উন্নয়নে জীবন দিয়ে কাজ করে যাবো।

Leave a Reply