মেঘনা-গোমতী সেতুর উপর ১৪ চাকার কাভারভ্যান বিকল ॥ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৩০ কিমি যানজট

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায় গতকাল শুক্রবার রাত ১০ টায় মেঘনা গোমতী সেতুর উপরে ১৪ চাকার একটি কাভারভ্যান বিকল হলে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ ৩০ কিমি যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগের শিকার হয় যানজটে আটকা পড়া চালক ও যাত্রীরা।

গজারিয়া থানার এস আই ফরিদ জানান মেঘনা-গোমতী সেতুর উপর ১৪ চাকার কাভারভ্যান বিকল হওয়ার কারণে এই যানযটের সৃষ্টি হয়। ব্রিজের উপর বিকল হওয়া কাভারভ্যানটি শনিবার সকাল ১০ টায় গজারিয়া হাইওয়ে পুলিশ নারায়নগঞ্জ থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইড্রলিক রেকার এনে মহাসড়ক থেকে সড়িয়ে নিলেও দুপুর ১টা পর্যন্ত যানজট অব্যাহত থাকে।

মোজাম্মেল হক নামে এক ব্যাংক কর্মকর্তা জানান, ঢাকা থেকে ফেনীতে গিয়েছিলেন বাবার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে । শনিবার সকাল ১০ টায় ফেনী থেকে ঢাকা ফিরে তার মেয়ে তানজিলা আপনিন (তানহা)র মিরপুর মুনিপুর উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীত ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ছিল। দীর্ঘ যানযটের কারণে তা আর হলো না।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply