গজারিয়ায় সন্ত্রাসী হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট : আহত ১০

মোজাম্মেল হোসেন সজল: পূর্ব শক্রতার জের ধরে মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিপরে সন্ত্রাসীদের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার কালিপুরা গ্রামে এ ঘটনা ঘটে। একই উপজেলার ষোলআনি গ্রামের অভি ও শাকিল দেওয়ানের নেতৃত্বে ১৫-২০টি বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। বর্তমানে গজারিয়ার কালিপুরা গ্রামের শতাধিক পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনার পর সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।

এলাকার আধিপত্য বিস্তার নিয়ে গজারিয়া উপজেলার কালিপুরা গ্রামের নবী হোসেনের সঙ্গে ষোলআনি গ্রামের অভি ও শাকিল দেওয়ানের বিরোধ চলছিল। এর জের ধরে অভি ও শাকিল দেওয়ানের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী কালিপুরা গ্রামে অর্তকিত হামলা চালায় বলে তিগ্রস্থরা জানিয়েছে। তিগ্রস্থ বৃদ্ধ আলী আহম্মদ প্রধান জানান, সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টির পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কালিপুরা গ্রামের ১৯টি বসতবাড়ি ও আসবাবপত্র ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীরা প্রতিটি বসতঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। তিগ্রস্থ শফিউল্লাহ জানান, তার ২টি বসতঘর, মনির হোসেন, জুলহাস, নবী হোসেন, মোহাম্মদ হোসেন, আলী আহম্মদ প্রধান, রহিম, বাদল, ফারুক, মাহমুদ বেপারী, বাচ্চু, শরিফ, এরশাদ, বজলুসহ ১৯টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। এছাড়া সন্ত্রাসীরা আবারও হামলা চালাতে পারে আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিনযাপন করছে নিরীহ গ্রামবাসী। নবী হোসেন জানায়, মেঘনা নদীর তীর ঘেষাঁ কালিপুরা গ্রামে শতাধিক পরিবার বসবাস করেন। তারা কৃষি কাজ ও নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এ ভাংচুর ও লুটপাটের কারনে তারা এখন নিঃস্ব হয়ে পড়েছেন। গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সোমবার বিকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ দাখিল করা হয়নি। তিনি আরও জানান, অভিযোগ দাখিল করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply