আমি শুধু রানী, তুমি মহারাজা – পূরবী বসু

সে আমাকে ভালোবাসে
সব সময়েই থাকে পাশে।
বোঝায় যখন,বুঝি আমি
স্ত্রী-অধিকার-উৎসে স্বামী।

আমার সংসার, আমার বাড়ি
আগলে রাখি যত পারি।
সব দেখে তাই বলে স্বামী,
“তুমিই চালাও, চলি আমি।
তোমার মেধা, প্রজ্ঞা, স্বভাব
তল্লাটে আজ বড়ই অভাব।
বিশাল যত ব্যাপার স্যাপার
দেখার তো ভার সবই তোমার।
আমি আবার অন্যরকম
বৃহৎ কাজে নাক গলাই কম।
ছোটোখাটো বিষয় ছাড়া
গা করি না; দেই না বারা।”
শুনে শুধুই ভাবি আমি,
কোথায় পাবো এমন স্বামী!
কার অধিকার আমার মতো?
বাড়ির কর্ত্রী, শক্তি কতো!

তারপরেও কথা আছে,
জ্বালা আছে আত্ম-মাঝে।
শুধু যদি চাই বাইরে যেতে
ঘন্টা গড়ায় “হ্যা”-“না” পেতে।
অফিস ফিরতে দেরি হলে,
হেঁসেল-আলো না-জ্ব্লিলে
ভাতের মাড়টা কম ঝরলে,
মাংসে এলাচ বাদ পড়লে,
উদাস চোখে কোণের ঘরে
বসে থাকে চুপটি করে ।

রাঁধা কী হবে, ক’জন খাবে!
কাল নাকি পিকনিকে যাবে?
শীতের ছুটিতে যাবে কি ট্যুরে?
ট্রেনে গাড়িতে না আকাশে উড়ে!
কোথা বাস রাতে, কখন কী খাবে!
খরচ কী হবে, কতো দূরে যাবে?
এইসবই অতি ক্ষুদ্র বিষয়
তার ‘পরে ভার, বোঝে অতিশয়।

বড় যত কাজ, বড় প্রকল্প
সবই যে আমার; তাহার স্বল্প।
ষোলোতে মার্কিন প্রাইমারী হবে;
হিলারী কি তবে এবারো দাঁড়াবে?
স্টক ইনডেক্স উঠতে থাকবে?
নাকি লোকে টাকা ব্যাঙ্কে রাখবে?
ম্যালেরিয়া-টিকা বেরুবে বা কবে?
কিমোর দুর্ভোগ কী ভাবে কমবে?
এ-সবই বেশ গভীর বিষয়
আমারই ভাবনা, তার দায় নয়।
কে আছে স্বাধীন আমারই মতো!
চারিদিকে তার সুখ্যাতি কতো!
নারী অধিকার যদি দেখতে চাও,
আমার দিকেই ফিরিয়া তাকাও।

বিডিনিউজ

Leave a Reply