ভালোবাসার জাদুকর – নূহ-উল-আলম লেনিন

bbভালোবাসা সবকিছু বদলে দিতে পারে, মানচিত্র, ইতিহাস
দিন কিংবা রাত, জন-অরণ্য, নিস্তরঙ্গ নদী
সনাতন আকাশের রং এবং কবরের শান্তি।

তবে কথা হচ্ছে, তেমন প্রেমিক কই? কোথা সেই বাঁশিওয়ালা
যার বিস্ফোরক বাঁশির সুরে হঠাৎ একটা শান্ত জনপদ,
নিস্তরঙ্গ নদী, অরণ্য পর্বত সুনামির মতোই উল্টে পাল্টে যাবে
কবরের শান্তি ভেঙে কোটি কণ্ঠে সংক্রমিত হবে
অবিনাশী একটি উচ্চারণ
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’

লোকটি প্রেমিক বটে। প্রেমিক এবং বিপ্লবী। স্পার্টাকাসের মতো
প্রমিথিউসের মতো, ভূমিপুত্র দিব্যকের মতো, রবীন্দ্রনাথের মতো।
তিনি গায়ক ছিলেন, তাঁর সুরের মূর্ছনায় উন্মাতাল হয়ে উঠতো
টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং উছলে পড়তো
বঙ্গোপসাগর আর তেরশত নদীর জল।

তিনি কবি। তাঁর কবিতার প্রতিটি পঙক্তি শুনে মৃতেরা জেগে উঠতো
মেঘহীন আকাশের হঠাৎ বর্ষণে মড়া গাঙে বয়ে যেত ভীষণ প্লাবন।
শিল্পী ছিলেন তিনি। একটি মানচিত্র এঁকে তিনি নাম দিয়েছিলেন ‘স্বাধীনতা’।
আর বিশাল সেই ক্যানভাসে তিনিই প্রথম দিনবদলের স্বপ্ন এঁকে দিয়েছিলেন।

অদ্ভুত প্রেমিক ছিলেন তিনি। যার বিশাল হৃদয়জুড়ে ভালোবাসা ছাড়া আর কোনো
সম্পদ ছিল না, না ছিল কোনো অস্ত্রশস্ত্র, না কোনো বিত্ত-বেসাত
না কোনো মায়াবী চেরাগ, কিংবা অতিন্দ্রীয় দৈবশক্তি অথবা প্রত্যাদেশ।
একেবারে সাদামাটা মাঠের মানুষ। রাখাল রাজা। লালনের মতো মরমীয়া। অথচ
চে গুয়েভারের মতো সাহসী, যিনি ভালোবাসার জন্য অকাতরে জীবন বিলিয়ে দিতে পেরেছিলেন।

ভালোবাসা সবকিছু বদলে দিতে পারে। ভালোবাসার জাদুকর ছিলেন তিনি, ছিলেন
স্বপ্নের ফেরিওয়ালা। তার জাদুকরী ভালোবাসা বদলে দিয়েছিল স্বদেশকে
আমরা স্বপ্ন দেখতে এবং ভালোবাসতে শিখেছিলাম তাঁরই কাছে।
তাঁর ভালোবাসা আমাদের যুথবদ্ধ করেছিল, প্রাণিত করেছিল যুদ্ধজয়ে, জীবন দিতে।

আমাদের সম্মিলিত ভালোবাসার ফসল বাংলাদেশের স্বাধীনতা। আর
এই স্বাধীনতার রূপকার বেহিসেবী প্রেমিকের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ॥

দ্য রিপোর্ট

Leave a Reply