গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ পুলিশসহ আহত ৫

gazConstমুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই কনস্টেবলসহ ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে এক কনস্টেবলের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও অপরজন গুরুতর আহত। তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন-ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল আমিরুল ইসলাম (২৫) ও আরিফ রব্বানী (৪৫)। পথচারীদের নাম জানা যায়নি।

জানা গেছে, শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমিরুল ইসলাম ও আরিফ রব্বানী মোটরসাইকেলে করে টহল দিচ্ছিলেন। এসময় মেঘনা গোমতি সেতুর ঢালে পাখি পয়েন্টে কুমিল্লাগামী বিআরটিসির একটি দোতলা বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায় ও কনস্টেবল আমিরুল ইসলামের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় মোটরসাইকেলের আঘাতে আরও তিন পথচারী আহত হয়। তাদের ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
gazConst
ভবেরচর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, বিআরটিসির বাসটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। আহত দুই কনস্টেবলকে ঢাকা পঙ্গু হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর

Comments are closed.