আড়িয়ল বিল ডাকাত মুক্ত করার দাবীতে সমাবেশ

আরিফ হোসেন: শ্রীনগরের আড়িয়ল বিল ডাকাত মুক্ত করার দাবীতে সমাবেশ ও মিছিল করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার গাদিঘাট এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। এতে উপস্থিত প্রায় পাচঁ শতাধিক লোক আড়িয়ল বিলকে ডাকাত মুক্ত করার দাবী জানান।

সমাবেশে উপস্থিত বক্তারা জানান আড়িয়ল বিল থেকে বছরে বর্ষা ও শুষ্ক মৌসুমে প্রায় কয়েকশ কোটি টাকার মৎস আহরিত হয়। এ কারণে প্রায় সারা বছর ধরে আড়িয়ল বিলের ডাঙ্গা-পুকুর গুলোতে ডাকাতের উপদ্রব লেগেই থাকে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাঙ্গার মালিক জানান, তার একটি মাঝারি আকৃতির ডাঙ্গা থেকে শুষ্ক মৌসুমে প্রায় ৫০ লাখ টাকার মাছ আহরিত হয়।

এসময় কয়েকটি ডাকাত দলকে নূন্যতম ৫ লাখ টাকা চাঁদা দিতে হয়। এর ব্যাতিক্রম হলে ডাকাতরা দফায় দফায় জেলেদের মারপিট করে মাছ ডাকাতি করে নিয়ে যায়।তার মতো সকল ডাঙ্গা-পুকুরের মালিকদেরই একই অবস্থা।

তাছাড়া জেলেদেরও সর্বস্ব লুটে নেয় ডাকাতরা। সর্বশেষ গত বুধ বার ভোরে মাছ ডাকাতির সময় স্থানীয় জনতা বন্দুকসহ তিন ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর পরই গতকাল স্থানীয় জনতা মাইকিং করে এ সমাবেশের আয়োজন করে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান সমাবেশে উপস্থিত হয়ে যারা ডাকাত ধরেছেন তাদেরকে পুরষ্কৃত করেন।

Leave a Reply