মুক্তারপুরে টোল চাওয়ায় সংঘর্ষে আহত ৫

সেতু পারাপারে টোল চাওয়ায় মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুরে রাতে একদল যুবক ও টোল প্লাজার কর্মচারীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

এ সময় পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে টোল প্লাজার ম্যানেজার শেখ রেজোয়ান বাদী হয়ে যুবকদের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে মুক্তারপুর এলাকাস্থ ধলেশ্বরী নদীর উপর ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে টোল প্লাজার কর্মচারী মো. প্রভাতকে (২৬) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত গ্রেফতার করা দুই যুবক কাজী দীপু (২৮) ও রাকিব মিয়াসহ বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ এ সব তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, বৃহস্পতিবার মধ্যরাতে প্রাইভেটকারযোগে ঢাকা থেকে মুন্সীগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় আসছিল কয়েকজন যুবক। এ সময় মৈত্রী সেতুর টোল প্লাজায় আসলে যুবকরা টোল না দিয়ে জোরপূর্বক সেতু পারাপার হওয়ার চেষ্টা করলে যুবক ও টোল প্লাজার কর্মচারীদের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ টোল প্লাজায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় দুই যুবককে গ্রেফতার করা হয়।

দ্য রিপোর্ট

Leave a Reply