সিরাজদিখানে ইছামতি নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সিরাজদিখান উপজেলার ইছামতি নদীর শাখা খালের জমি দখল করে অবৈধভাবে নির্মিত ৭ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। হাই কোর্টের নির্দেশে জেলা মেজিস্ট্রেট এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

বুধবার দুপুর সোয়া ২ টায় উপজেলার লতব্দী ইউনিয়নের মাতব্বরের হাট এলাকা সংলগ্ন খালে উচ্ছেদ অভিযান চালানো হয়। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম জানান, গত ৭ ডিসেম্বর মহামান্য হাই কোর্ট উচ্ছেদের নির্দেশে দেয়। দুপুর থেকে প্রায় ঘন্টাব্যাপি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মেজিস্ট্রেট সাইফুল হাসান এবং তার ৩০ জন পুলিশসহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

তিনি আরো জানান, পরিবেশ অধিদপ্তর চাইলে অবৈধ ৭ দোকান উচ্ছেদের পর মালিক পক্ষের বিরুদ্ধে জরিমানাসহ মামলা করতে পারে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply