ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

রাজধানীতে পরিবহন শ্রমিকদের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-মাওয়া মহাসড়কে ও ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।

শ্রমিকদের নতুন কমিটি করা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টা থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকদের মধ্যে সমঝোতা হলে বিকেল ৫টা থেকে যান চলাচল শুরু হয়।

মাওয়া সড়কে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আবু নাইম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, বিকেল ৫টায় শ্রমিকরা নিষেধাজ্ঞা তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply