শিমুলিয়ায় নতুন বানানো ৩ নম্বর ঘাটও বন্ধ

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পদ্মার ভাঙনে ঝুঁকির মুখে, নতুন করে গড়ে তোলা ৩ নম্বর ঘাট বন্ধ হয়ে গেছে। শুক্রবার রাতে আকস্মিক ভাঙন শুরুর পর ঘাট এলাকার স্থাপনাসহ ১০ একর জমি বিলীন হয়ে গেছে। সকাল থেকে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চলছে। এদিকে, নাব্য সঙ্কটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।

পদ্মার উত্তাল স্রোতে শিমুলিয়া ঘাটসহ আশপাশের দোকানপাট বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনের মুখে নতুন তৈরি করা ৩ নম্বর ঘাট বন্ধ করে দেয়া হয়েছে।

আশপাশের ঘাটও পড়েছে ঝুঁকির মধ্যে। অন্যদিকে বন্ধ থাকার ৯দিন পর শুক্রবার পরীক্ষামূলক চালু হলেও নাব্য সঙ্কটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে।

ভাঙনের কারণে ঘাট এলাকার স্থাপনা এবং আশপাশের বাড়িঘর সরিয়ে নিয়েও কূল করতে পারছেন না স্থানীয়রা।

শিমুলিয়া বিআইডব্লিউটিএ উপসহকারী প্রকৌশলী হুমায়ূন কবির জানান, ভাঙন শুরুর পর সকাল থেকে বালুর বস্তা ফেলে প্রতিরোধের চেষ্টা চলছে।

মুন্সীগঞ্জ লৌহজং ইউএনও কয়েক ঘণ্টার ভাঙনে ১০ একর এলাকা বিলীন হয়ে গেছে। এর মধ্যে বিআইডব্লিউটিএ’র সাড়ে তিন একর। ২৯ একরের শিমুলিয়া বন্দরের সাড়ে ৬ একর পদ্মার পেটে।

সময় টিভি নিউজ

Leave a Reply