শীতলক্ষ্যায় লঞ্চডুবি: তিন দিনে ১৩ লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের চরমুক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় তিন দিনে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে আজ শুক্রবার ৪ জনের লাশ উদ্ধাার করা হয়। এরা হলেন- নারায়ণগঞ্জের গলাচিপার রতন চন্দ্র সাহা (৫৫), উত্তর মতলবের রাহিম (১), অজ্ঞাত ৮ বছরের মেয়ে। আজ দুপুরে এদের লাশ বন্দর থানা পুলিশ উদ্ধার করে। এর আগে সকালে অজ্ঞাত আরো ১ জনের লাশ উদ্ধার করা হয়।

এখন পর্যন্ত মতলবের পূর্ব লালপুর গ্রামের মো. রোমান (৪২) ও ছেলে নাঈম (৮ মাস); ফরিদপুরের ভাঙ্গা থানার পূর্ব হাসনদিয়া গ্রামের ফারজানা আক্তার (৬) ও মতলবের কালীপুরা এলাকার সজিবসহ (২) আরো ৬-৭ জন নিখোঁজ রয়েছে। স্বজনারা নিজস্ব উদ্যোগে আজও নিখোঁজ থাকা লাশের সন্ধানে নানা তৎপরতা চালিয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত বুধবার রাতে চরমুক্তারপুরে শীতলক্ষ্যা নদীতে তেলবাহি জাহাজের ধাক্কায় এমভি মদিনার আলো নামে যাত্রীবাহি লঞ্চ ডুবি ঘটে। ওই রাতে ৮ জনের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম পাটোয়ারী (৫০), টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের প্রেম চাঁনের মেয়ে দ্রুপতি দাস (২২) চাঁদপুরের মতলব উপজেলার মালাইকান্দি গ্রামের সুরুজ মিয়া (৪২), তার ছেলে শাকিল (১১), মতলবের কালীপুরা শাহনাজ পারভীন (৩৮), মনোয়ারা বেগম (৬০), পূর্ব লালপুর গ্রামের রিপা আক্তার (২৫), নারায়ণগঞ্জের খানপুর এলাকার মনু মিয়া (৩২)। পরদিন বৃহস্পতিবার করবুলেন নেছা (৬৫) নামে অপর এক মহিলার লাশ উদ্ধার করা হয়।

Leave a Reply