ঘৃণার কারণে আ. লীগ ও বিএনপি দুই মেরুতে চলে যাচ্ছে : বি চৌধুরী

বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘ঘৃণার কারণে আওয়ামী লীগ ও বিএনপি দুই মেরুতে চলে যাচ্ছে। দুই দল এমন করলে দেশের মানুষ কোথায় যাবে?’ গতকাল মঙ্গলবার রাজধানীর কুড়িলস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘দুই দলকেই বলছি কাছে আসুন। একগুঁয়েমি ভাব থাকলে হবে না। বন্ধ ঘরে থাকলে অঙ্েিজনের অভাব হবে, বাঁচবেন না।’ তত্ত্বাবধায়ক প্রশ্নে তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। নির্বাচন পক্ষপাতমূলক হবে। দেশে ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুরু হবে। তিনি বলেন, সারা বিশ্বে জাতীয় ইস্যুতে সরকার ও বিরোধী দলের কথা হয়। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘আমাদের রাজনীতিতে অশ্লীল শব্দ ব্যবহার হচ্ছে।’
আলোচনা সভায় আরো বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ডা. আবু মোজাফফর আহমেদ, জয়নুল আবেদীন বীরপ্রতীক প্রমুখ।

কালের কন্ঠ

Leave a Reply