আ.লীগ নেতার পরিবারের উপর হামলা

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগ নেতার পরিবারের উপর বিএনপি কর্মীদের হামলায় নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছে ও পাঁচটি বসতঘর ভাঙচুর করা হয়েছে।

এ ঘটনায় রোববার আওয়ামী লীগ নেতা মনির হোসেন বাদী হয়ে ১০ থেকে ১২ জন বিএনপি কর্মীকে আসামী করে গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন।

এরপরই পুলিশ উপজেলার দত্যেরচর গ্রামে অভিযান চালিয়ে স্বপন মিয়া ও শাহ আলম নামে ২ বিএনপি কর্মীকে গ্রেফতার করেছে।

জানা গেছে, শুক্রবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার দত্যেরচর গ্রামে স্থানীয় আ.লীগ নেতা মনির হোসেনের বাড়িতে স্বপন মিয়ার নেতৃত্বে বিএনপি কর্মীদের ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ এ হামলা চালায়।


এসময় নেতা মনির হোসেন ও তার ছোট ভাই আশিক মিয়ার পাঁচটি বসতঘর ভাঙচুর করা হয়। এতে বাধা দিতে এগিয়ে গেলে আ.লীগ নেতার স্ত্রী বকুল (৪৫), ছেলে সিরাজ মিয়া (১৮) ও আ.লীগ নেতার ছোট ভাই আশিক মিয়াকে (৩৮) এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Leave a Reply