গ্রামের তীর ঘেষে বালু উত্তোলনের প্রতিবাদে মিছিল সমাবেশ

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালিপুর গ্রামে সোমবার সকালে বিক্ষুদ্ধ গ্রামবাসীরা গ্রামবাসীদের ওপর নির্যাতন ও পাড় ঘেঁসে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রতিবাদে লাঠি-সোটা নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এতে প্রায় কয়েক শ’ নারী-পুরুষ অংশ নেয়।

দীর্ঘ দিন ধরে বালুদস্যুরা গ্রাম ও আবাদি জমির পাড় ঘেঁসে বালু উত্তোলন করে আসছে। এব্যাপারে স্থানীয় প্রশাসনকে বার বার জানানো হলেও বালুদস্যুদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়নি। বরং রবিবার রাতে বালু সন্ত্রাসীরা অতর্কিত ভাবে কালিপুর গ্্রামের কয়েকটি পরিবারের নারীদের উপর হামলা চালায়। এতে আনোয়ারা বেগম, নুরসাকী বেগম, লতিফা বেগমসহ ১০/১২ জন মহিলা আহত হয়। এসময় সন্ত্রাসীরা বাড়ীর মূল্যবান জিনিস পত্র লুট-পাট করে নেয়। এর প্রতিবাদে গ্রামবাসীরা প্রতিবাদ কর্মসূচী পালন করেছে।

মুন্সিগঞ্জ নিউজ

Leave a Reply