সাংবাদিক দম্পতি হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে মুন্সীগঞ্জে শহীদ মিনারে শোক সভা ও গজারিয়ায় সমাবেশ

মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে : মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনী হত্যাকান্ডের প্রতিবাদে এবং খুনীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবীতে মুন্সীগঞ্জ প্রেসক্লাব বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে শোকসভা করেছে। বেলা সোয়া ১১টা থেকে দু’ঘন্টা ব্যাপী এই শোকসভায় সাংবাদিক, আইনজীবী, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ত্বসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে শোকসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট কাজী আফসার হোসেন নিমু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহ্বায়ক এম এ আউয়াল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফরিদা পারভীন রুনু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানভীর হাসান, এটিএন বাংলা সাংবাদিক বাছির উদ্দিন জুয়েল, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ত্ব মাসুম চৌধুরী,জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসিমা আক্তার, জেলা শ্রমিক লীগ সভাপতি এটিএম দেলোয়ার হোসেন, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুব আলম লিটন, পৌর কাউন্সিলর নারগিস আক্তার, জেলা ছাত্র লীগের সভাপতি মো. আসাদুজ্জামান সুমন প্রমুখ।

অপরদিকে , মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সাংবাদিক এসোসিয়েশনের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় ভবেরচর বাসস্ট্যন্ড এলাকায় এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক দম্পতি সাগর মেহরুন হত্যাকান্ডের প্রতিবাদ ও অবিলম্বে প্রকৃত খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রথম আলোর গজারিয়া প্রতিনিধি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দৈনিক আমার দেশে প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি শেখ সাহাবুদ্দিন, মানবজমিন প্রতিনিধি শাখাওয়াত সরকার, করোতোয়ার আবদুর রহমান, ভোরের ডাকে প্রতিনিধি পিয়া সরকার ও আমাদের সময়ের প্রতিনিধি ফয়েজ আহমেদ তুষার। সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল (বামাকা)’র উপজেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম.নাসির উদ্দিন, গজারিয়া নাগরিক পরিষদের সভাপতি আব্দুল হান্নান খাঁন ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান। সভায় বক্তারা সাংবাদিক দম্পত্তি হত্যার প্রতিবাদ ও প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

Leave a Reply