এক মাসের মধ্যে বালু ভরাটের কাজ শেষ করার নির্দেশ

গজারিয়ায় এপিআই শিল্প পার্ক পরিদর্শনে শিল্প মন্ত্রী
আগামী ঈদুল ফিতরের আগেই অর্থাৎ এক মাস সময়ের মধ্যেই ওষধের কাঁচামাল তৈরীর জন্য (এপিআই) এ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট শিল্প পাক স্থাপন প্রকল্পের মাটি ভরাটের কাজ শেষ করার নির্দেশ দেন শিল্প মন্ত্রী দিলীপ বড়ূয়া। মঙ্গলবার বিকেল চারটায় গজারিয়া উপজেলার বাউশিয়ায় এপিআই শিল্পপার্ক প্রকল্প এলাকা পরিদর্শনে এসে মন্ত্রী সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন। মন্ত্রী পরিদর্শনে এসে সংশ্লিষ্ট দের সাথে প্রকল্প এলাকার কাজের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভায় কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী আরো বলেন, এখন বুঝতে না পারলেও প্রকল্পটি বাস্তবায়ন হওয়ার পর গজারিয়াবাসী বুঝতে পারবেন প্রকল্পটি কতো বড় বিষয় অন্যনের মধ্যে বক্তব্য রাখেন বিসিক চেয়ারম্যান মু.ফকরুল ইসলাম, বিসিকের প্রকল্প পরিচালক মো: আবু সাদেক, বিসিকের পরিচালক(অর্থ) মো: মনসুর রাজা, মুন্সীগঞ্জে জেলা প্রশাসক মো: আজিজুল আলম, এপিআই প্রকল্প পরিচালক আবদুল বাসেত, বাংলাদেশ ওষধ মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মুক্তাদির, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন মজুদার, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা.কামরুন নাহার ও উপজেলার সহকারী কমিশনার (ভ্থমি) মো: সফিউর রহমান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০০৮ সালে উপজেলার বাউশিয়ায় শিল্প পার্ক প্রকল্পের জন্য ২০০ একর জমি অধিগ্রহন করা হয়েছে এর মধ্যে ১৯৭.৫৬ একর জমির পজেশন জেলা প্রশাসক, মুন্সিগঞ্জ কার্য়ালয় হতে বিসিকের নিকট হস্তাস্তর করা হয়েছে। রীট মামলা জনিত কারণে ২.৪৪ একর জমির পজেশন হস্তান্তর করা হয়নি। যা বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন আছে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ব্যয় বৃদ্বি ব্যতিরেকে ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্বি করা হয়েছে এবং দ্বিতীয় সংশোধনী প্রস্তাব হিসেবে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ বৃদ্বির প্রস্তাব সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের কাছে আবেদন করা রয়েছে।

মুন্সীগঞ্জ নিউজ

Leave a Reply