বিএনপিকে ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না : হাই

hai22জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবদুল হাই বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান যাতে রাজনীতি করতে না পারেন, সেজন্য সরকার অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ সরকার বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চাইছে। কিন্তু বিএনপিকে বাদ দিয়ে এ দেশে কোনো সাধারণ-জাতীয় নির্বাচন করতে দেয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেন আমরা নির্বাচন করতে পারি- সেজন্য প্রস্তুতি নিতে হবে। আন্দোলনের পাশাপাশি জনগণের কাছে যেতে হবে।


তিনি বুধবার বিকালে জেলা বিএনপির কার্যালয়ে শহর ছাত্রদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
hai22
শহর ছাত্রদলের সভাপতি আরিফ আহম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতোয়ার হোসেন বাবুল, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ও শহর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত মানু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিনের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা মাহবুব-উল আলম স্বপন, সাবেক ভিপি শাহীন মিয়া, জেলা যুবদরের সহ-সভাপতি মোখলেছুর রহমান বকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন সজল, জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জসিম, কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক মুন্না, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মহসিন, মো. ফয়সাল মোল্লা প্রমুখ।

জাস্ট নিউজ

Leave a Reply