মুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি

Wমুন্সীগঞ্জে বন্যা পরিস্থিতির শনিবার আরও অবনতি হয়েছে। ভাগ্যকুল পয়েন্টে পদ্মার পানি ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শনিবার সকাল ৬ টায় বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে বইছিল। শনিবার জেলায় নতুন নতুন অঞ্চল প্লাবিত হবার খবর পাওয়া গেছে।

শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ও বাঘরা, লৌহজংয়ের মেদিনীমন্ডল, হলদিয়া, কনকসার, কুমারভোগ সিরাজদিখানের চিত্রকোট, টঙ্গীবাড়ির পাঁচগাঁও, হাসাইলবানারী, সদর উপজেলার শিলইসহ প্লাবিত বিস্তীর্ণ এলাকা অপরিবর্তীত রয়েছে। এতে কয়েক হাজার মানুষ পানিবন্দী রয়েছে। তলিয়ে গেছে আগাম ফসলি জমি। সেই সাথে লৌহজং উপজেলার কুমারভোগ ও টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়ায় পদ্মার ভাঙ্গন দেখা দিয়েছে।
W
সরকারী হিসেবে ৪৯টি পরিবারের বাড়িঘর পদ্মায় বিলীন হয়ে গেছে। ৮২৩ পরিবার আংশিক ক্ষতিগ্রস্ত হয়। বাকী ক্ষতিগ্রস্তদের তালিকা এখনও তৈরী করা হয়নি। ভাঙ্গনের মুখে টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, বন্যায় ক্ষতিগ্রস্থদের সমস্যা লাঘবে প্রশাসন সর্বাতœক চেস্টা চালিয়ে যাচ্ছে। বন্যাবাহিত রোগের ব্যপারেও প্লাবিত গ্রামগুলোতে মেডিক্যাল টিম কাজ করছে। সরকারিভাবে বন্যার্তদের জন্য ৩২ টন চাল ও ২লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বিডিলাইভ

Leave a Reply