ভীতিকর অবস্থা সর্বত্রই : অপরাধীদের অভয়ারণ্যে পরিণত মুন্সীগঞ্জ

কাজী দীপু: হত্যাকান্ড, ধারাবাহিক ডাকাতি, গণপিটুনি দিয়ে হত্যা, পুলিশের উপর হামলা-রাইফেল লুট, পুলিশের গুলিতে সন্ত্রাসী নিহতসহ একাধিক অপরাধ কর্মকান্ড অব্যাহত থাকায় রাজধানীর কাছে জেলা মুন্সীগঞ্জ অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়ে উঠেছে। এমনকি সন্ধ্যা ঘনিয়ে রাত হলেই জেলার গ্রামাঞ্চলে ডাকাত আতঙ্কে এক ভীতিকর পরিস্থিতিতে রাতযাপন করছে জেলাবাসী। চলতি বছরের প্রথম ৩ মাসে এসব ঘটনায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

জেলার পুলিশ বিভাগ মুন্সীগঞ্জের ১৫ লক্ষাধিক মানুষের নিরাপত্তা বিধানে তারা প্রতিনিয়তই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাধ্য হয়ে বর্তমানে জেলার বিভিন্ন গ্রামে নিজ উদ্যোগে রাত জেগে পাহাড়া দিচ্ছে গ্রামবাসী। এ অবস্থায় গত ৩১ মার্চ মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ মাসের মাসিক সভায় দ্রুত সময়ের মধ্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য জেলা পুলিশকে নির্দেশ দিয়েছেন কমিটির উপদেষ্টা ও মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস।

অনুষ্ঠিত সভায় মুন্সীগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও যে কোন সময়ে অশান্ত হয়ে উঠতে পারে, হরতাল অবরোধের নামে বিএনপি, জামায়াতসহ ২০ দলীয় জোট যেকোন সময় নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস পুলিশ প্রশাসনকে সর্তক অবস্থান নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানিয়েছেন।

খোজঁ নিয়ে জানা গেছে, ২০১৪ সালে প্রথম তিন মাসে ৩টি হত্যাকান্ড ঘটলেও চলতি বছরে মুন্সীগঞ্জে একই সময়ে ৭টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। গত বছরের চেয়ে চলতি বছরে ৪টি হত্যাকান্ড বেশী সংঘটিত হয়েছে।

এদিকে, হত্যাকান্ড গুলোতে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার হলেও এখনও পর্যন্ত কোন অস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ৩ মাসে একাধিক সংঘর্ষে ও হত্যাকান্ডে প্রকাশ্য অবৈধ অস্ত্র ব্যবহার করেছে অপরাধীরা। হত্যকান্ড চলমান রয়েছে। গত ১৮ এপ্রিল সকাল সাড়ে ৭টায় শ্রীনগরের ঢাকা-মাওয়া মহাসড়কের কেয়টখালী এলাকায় অজ্ঞাত পরিচয় এক যুবতীর (৩২) লাশ উদ্ধার করে পুলিশ। একইদিন সকাল ৯টায় সিরাজদিখানের ইছাপুরা ইউনিয়নের উত্তর মধ্যপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইদের হামলায় হাজী মো. মনির হোসেন হাওলাদার (৪০) নামে এক যুবক নিহত হয়।

১৬ এপ্রিল সদর উপজেলার শিলই গ্রামের কচু ক্ষেত থেকে স্বামী পরিত্যক্তা শাহীনা ওরফে শাহীন বেগম (৩২) নামের এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

অন্যদিকে, জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক ডাকাতির ঘটনা ঘটেই চলছে। টঙ্গীবাড়ি উপজেলার বেতকা বাজরে স্বর্ণের দোকানে ডাকাতি, শ্রীনগরের তন্তর ইউনিয়নের পুরারবাগ গ্রামে ৩ বাড়ি ডাকাতি ও গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত নিহত, গজারিয়ায় বালুয়াকান্দি এলাকায় ১৯৭ বস্তা চাউল লুটের ঘটনায় জেলার সর্বত্র ডাকাত আতঙ্ক বিরাজ করছে। পদ্মা, মেঘনা নদী ঘেষাঁ গ্রামগুলোতে রাত হলেই ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে।

এছাড়া মাদক ব্যবসা, চাদাঁবাজি, চুরিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড অব্যাহত থাকায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হচ্ছে বলে আলোচনা-সমালোচনা করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অপরদিকে, পুলিশের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। এর মধ্যে গজারিয়া থানা পুলিশ শীর্ষে রয়েছে। তারা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের যানবাহন থেকে আটক ইয়াবাসহ মাদকের বড় বড় চালান উদ্ধারের পর সোর্স মানির কথা বলে সিজার লিষ্টে জব্দ কম দেখিয়ে ওই মাদক বাইরে বিক্রি করা, স্বর্ণ চোরাচালান মামলায় জব্দ করা প্রাইভেটকার গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদের ঢাকা-গজারিয়া যাতায়াতে ব্যবহার করাসহ একাধিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এছাড়া জেলার ৬টি থানা পুলিশের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরছে মানুষজন।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জানিয়েছেন, জেলা পুলিশ বিভাগ সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে। হত্যা ও ডাকাতির ঘটনায় পুলিশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া, যেসব পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।

মুন্সীগঞ্জ বার্তা

Leave a Reply