মুন্সীগঞ্জ মুক্ত দিবস পালিত

মুন্সীগঞ্জের বিজয় র‍্যালি১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রাতে পাকিস্তানি হানাদার বাহিনী মুন্সীগঞ্জে পরাজয় বরণ করে। আর ১১ ডিসেম্বর মুক্ত হয় তৎকালীন মুন্সীগঞ্জ মহকুমা।

দিবসটি পালন উপলক্ষে মুন্সীগঞ্জ মুক্তিযুদ্ধ সংসদ থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও দায়িত্বপ্রাপ্ত মু্ক্তিযোদ্ধা কমান্ডার সায়লা ফারজানার নেতৃত্বে র‍্যালিতে মুক্তিযোদ্ধা, বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশগ্রহণ করে।

র‍্যালি শেষে জেলা মু্ক্তিযুদ্ধ সংসদের সামনের মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলা ট্রিবিউন

Leave a Reply