বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ে ১০১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দিনভর ছিলো আনন্দ উল্লাস (ভিডিও)

জসীম উদ্ধনি দেওয়ান : মুন্সীগঞ্জ সদরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ে হয়ে গেলো ১০১তম বার্ষিক ক্রীড়া প্রকিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে এবং মশাল প্রজ্জলোন করে বুধবার সকালে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস ও বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য ম, মনিরুজ্জামান এই আয়োজনের উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা ও অনুষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আলমগীর খাঁন, বিশেষ অতিথি মুন্সীগঞ্জ পৌর মেয়র হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লব, মীর কাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন, পঞ্চসার ইউনিয়ন চেয়ারম্যান হাজি গোলাম মোস্তফা এবং রামপাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: বাচ্চু শেখসহ বিশিষ্ট জনেরা এই আয়োজনে উপস্থিতি থাকেন।

নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের স্মৃতি তোলে ধরতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রামান্য চিত্রের খন্ড- ফিরে দেখা ৭১ এর বিশেষ মুহুর্তের দৃশ্য পরিবেশন করেন। নৃত্যের পর পরই দিন ভর চলে নানা ধাঁচের খেলা। ৫৩টি ইভেন্টের মধ্যে ব্যাঙ দৌড়, বস্তা দৌড়, ওঠা-বসা এবং হাতি উড়ে-পাখি উড়ের মতো খেলাগুলো ছিলো উল্লেখ্যযোগ্য। পরিশেষে নেচে গেয়ে উপস্থিত শিক্ষার্থীরা ১০১ তম বছরের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মনের মতো করে। আর সংস্কৃতির এই উৎসবে বিদ্যালয়ের পুরো মাঠ জুড়ে আনন্দ উল্লাসে মাতে শিক্ষার্থীরা।

Leave a Reply