শ্রীনগরে খালের উপর থেকে ইউপি সদস্যের দখল উচ্ছেদ করেছে ভূমি অফিস

আরিফ হোসেনঃ শ্রীনগরে খালের উপর থেকে এক ইউপি সদস্যের দখল উচ্ছেদ করেছে উপজেলা ভূমি অফিস। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানার নির্দেশে এই দখল উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানায়, শ্রীনগর-হলদিয়া খালের শ্রীনগর অংশের বেঁজগাও এলাকায় খাল দখল করে ওয়াল নির্মাণ শুরু করে শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ হুমায়ূন। কিছুদিন পূর্বে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ কার্যক্রমের সময় খাল পরিমাপ করে সীমানা নির্ধারণের পর লাল পতাকা সহ যে চিহ্ন দেওয়া হয়েছিল তা তিনি না মেনে খালের উপর ফলের বাগান তৈরি করে ওয়াল নির্মাণ করতে থাকেন।

স্থানীয়রা বিষয়টি শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমানকে জানান। তিনি কোন ব্যবস্থা না নেওয়ায় তা শ্রীনগর উপজেলা ভূমি অফিসকে অবগত করা হয়। শ্রীনগর ভূমি অফিসের সার্ভেয়ার মোসলেউদ্দিন ঘটনাস্থলে গিয়ে ওয়াল নির্মাণ করতে নিষেধ করেন। কিন্তু হুমায়ূন মেম্বার তাতে কর্ণপাত না করে রাতের আধারে ওয়াল নিমার্ণ করে ফেলে। রবিবার ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ওয়াল ভেঙ্গে দিয়ে সরকারী খালের জায়গা উদ্ধার করে সীমানা পিলার স্থাপন করেন।

Leave a Reply