আমার বড় দোষ – রাহমান মনি

মানুষ চিনতে না পারাটাই আমার বড় দোষ,
সব বেটারা পার পেয়ে যায় আমিই নন্দ ঘোষ ।

পরের ভালো-মন্দতে দিই এক নিমেষে সাড়া,
আমার ক্ষতি করতে তারা একপায়ে হয় খাড়া ।

সুযোগ পেলে আমার বুকে, মারতে আসে ছুরি,
দূর প্রবাসে এমন নজির, আছে ভুরি ভুরি ।

তারপরেও দেখাই আমি কেবল উদারতা,
কিন্তু সবাই তা থেকে পায় বিপরীত বারতা।

মনটা তাদের কয়লা-কালো, নয় তো মোটেই সাদা,
কিন্তু তাদের মনটাতে হায়, কে মেখেছে কাদা?

মাঝেমধ্যে ইচ্ছে করে ছিঁড়ি মাথার চুল,
চিনতে মানুষ আমি কেন, করছি বেজায় ভুল?

টোকিও
১২ ফেব্রুয়ারি ২০২২

Leave a Reply