মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং

শঙ্কিত আলুচাষীসহ আড়িয়াল বিলের কৃষকরা
মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জঃ পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে মুন্সীগঞ্জে চরম বিপর্যয় নেমে এসেছে। জেলার বিভিন্ন উপজেলায় প্রতিদিন গড়ে ১৮ ঘন্টাই বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। এতে করে জেলার হাজার হাজার ধান চাষীসহ আঁড়িয়ল বিলবাসীদের মধ্যে ফলন ও তে নিয়ে চরম শঙ্কা বিরাজ করছে। ডিজেলের মাধ্যমে জমিতে সেচ দিতে গিয়ে কৃষকদের হিমশিম পোহাতে হচ্ছে। অর্থনৈতিকভাবেও তারা তিগ্রস্থ হচ্ছেন। অন্যদিকে স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, কিনিক, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, আদালতসহ অন্যান্য প্রতিষ্ঠান গুলোতে তাদের নিত্য কার্যক্রম অচল হয়ে পড়েছে। চলতি এইচএসসি পরীার্থীদেরও পড়াশুনায় ব্যাঘাত ঘটছে । শ্রীনগর ও সিরাজদিখান উপজেলা এলাকার গ্রাহকদের কোন কোন সময় ২৪ ঘন্টার মধ্যে মাত্র ২-৩ ঘন্টা বিদ্যুত ভাগ্যে জুটে।ফলে শিশু, বৃদ্ধসহ হাসপাতালের রোগীরা বিদ্যুতের অভাবে হাঁসফাঁস করেছেন। জানা যায়, জেলার ৭২ টি আলুর হিমাগারের মধ্যে ৬৭টি হিমাগার সচল থাকলেও সেগুলো জেনারেটরের মাধ্যমে চলছে। তবে এসব হিমাগারে হাজার-হাজার মেট্রিক টন আলু সংরণ করা হলেও যে কোন সময় সঙ্কট সৃষ্টি হতে পারে বলে মনে করছেন হিমাগার সংশ্লিষ্টরা। অপরদিকে আলু চাষীরা তাদের ফলনকৃত আলু হিমাগারে সংরণ করছেন। বিদ্যুতের অভাবে হিমাগারে সংরতি আলু পচে যাওয়ার আশংকায় কৃষকরা শঙ্কিত হয়ে পড়েছে। এদিকে ইরি-বোরো চাষীসহ আঁড়িয়ল বিলবাসীদের মধ্যে বিরাজ করছে একই অবস্থা। জমিতে সেচ দিতে না পেরে পানির অভাবে বিভিন্ন সবজির বাগানসহ ধানের জমি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আঁড়িয়ল বিলের হাজার হাজার হেক্টর ধানের জমিতে লোডশেডিংয়ের কারনে সেচ দিতে না পেরে কৃষকরা চিন্তিত হয়ে পড়েছে। গত ৯ মার্চ সকাল ১০ টায় বিদুতের দাবিতে শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার সড়কের শ্রীনগরের বালাশুর বাসস্ট্যাণ্ড এলাকায় দীর্ঘ ১ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।পরে তারা মিছিল নিয়ে পল্লী বিদ্যুতের বালাশুর অভিযোগ কেন্দ্র ঘেরাও করে।খবর পেয়ে অভিযোগ কেন্দ্রের লোকজন তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

সিরাজদিখান উপজেলা পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম মো. আলী হোসেন জানান, এ উপজেলায় প্রয়োজন ১৪ মেগাওয়াট, সেখানে আমরা পাচ্ছি ৪-৫ মেগাওয়াট, এখানে আমাদের কিছু করার নেই। আমরা যা পাচ্ছি তাই দিচ্ছি। শ্রীনগর উপজেলা পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম আসাদুজ্জামান জানান, শ্রীনগর সাব ষ্টেশনে বিদ্যুতের চাহিদা ৩০ মেগাওয়াট। এর বিপরীতে পাওয়া যাচ্ছে ৮-১০ মেগাওয়াট । তার উপর আবার আলু সংরণের হিমাগার গুলো চালু হয়েছে। আমরা উর্ধতন কর্তৃপকে বিষয়টি জানিয়েছি।

বাংলা ২৪ বিডি নিউজ

Leave a Reply