ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জের গজারিয়ার আলীপুরা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে গেছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে যায়। এতে বাসের অন্তত ১২ যাত্রী আহত হন।

দুর্ঘটনার ফলে দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং মহাসড়কের উভয় দিকে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই কল্যাণ ত্রিপুরা জানান, দুর্ঘটনার পর রেকার এনে মহাসড়ক থেকে বাসটি সরিয়ে নেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকাটাইমস

Leave a Reply