মুন্সিগঞ্জে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর নাম তৃণমূলের তালিকায়

জেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২০১৬ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন মো. শফিউল্লাহ। তখন নৌকার মনোনীত প্রার্থী আবু তালেব বিপুল ভোটে জয়ী হর। আসন্ন নির্বাচনে আ.লীগের তৃণমূল মনোনীত প্রার্থীদের তালিকায় ৩ নম্বরে এসেছে এই বিদ্রোহী প্রার্থী মো. শফিউল্লার নাম। দলীয় মনোনয়নে তৃণমুলের নামের তালিকায় বিদ্রোহী প্রার্থীর নাম থাকায় তৃনমূল আওয়ামী লীগ সমালোচনার ঝড় বইছে।

স্থানীয়রা জানান, ২০১৬ সালে মোহাম্মদ শফিউল্লাহ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ২০১৬ সালের নির্বাচনে বিদ্রোহী প্রার্থী মো. শফিউল্লাহ আনারস প্রতীকে ১ হাজার ১১৩ ভোট পায়। নৌকা প্রতীকের প্রার্থী মো. আবু তালেব ৯ হাজার ৯৩৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগে কোনো বিদ্রোহী প্রার্থী এবার মনোনয়ন পাবে না বলে ঘোষণা দেয়। কিন্তু আওয়ামী লীগের এই নীতিকে তোয়াক্কা না করে তৃণমূল আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর নাম কেন্দ্রে পাঠিয়েছেন বিদায় স্থানীয় আওয়ামী লীগে দেখা দিয়েছে ক্ষোভ। এই বিষয়ে চেস্টা করেও আ.লীগ নেতৃবৃন্দের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজজি

Leave a Reply